শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

অলিম্পিক নারী ফুটবল

নাইজেরিয়া ও জাম্বিয়াকে নিয়ে চূড়ান্ত হলো ১২ দল
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

আগামী ২৬ জুলাই ফ্রান্সে শুরু হতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। এটি গেমেসের ৩৩তম আসর। তবে প্রথম ও দ্বিতীয় বিশ্বকাপের জন্য স্থগিত আসরগুলো বাদ দিলে এটি ৩০তম আসর। ২৬ জুলাই গেমসের উদ্বোধন হলেও গেমসের আকর্ষনীয় ইভেন্ট ফুটবল শুরু হবে দুই দিন আগে অর্থাৎ ২৪ জুলাই। এরই মধ্যে নারী ফুটবলের দলগুলোও চূড়ান্ত হয়েছে। শেষ দুই দল হিসেবে অলিম্পিকে জায়গা করে নিয়েছে নাইজেরিয়া ও জাম্বিয়া।

প্লে অফে প্রতিদ্বন্দ্বিতার মাঝ দিয়ে নাইজেরিয়া ও জাম্বিয়া অলিম্পিক ফুটবলের চূড়ান্ত পর্বে স্থান করে নিয়েছে। নাইজেরিয়া দুই লেগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়েছে। আর জাম্বিয়া ৩-২ গোলে মরক্কোর বিপক্ষে জয় পায়। এপ্রিলে আন্তর্জাতিক ম্যাচের উইন্ডোতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

নারী ফুটবলে মোট ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো তিনভাগে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ফ্রান্স, কলম্বিয়া, কানাডা ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপ যুক্তরাষ্ট্র, জাম্বিয়া, জার্মানি ও অস্ট্রেলিয়া। ‘সি’ গ্রুপে খেলবে স্পেন, জাপান, নাইজেরিয়া ও ব্রাজিল।

অলিম্পিকের নারী ফুটবলের সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। দলটি তিনবার শিরোপা জয় করেছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন দলটির নাম কানাডা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর