ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটগাজী টায়ার্সকে ১০ উইকেটে হারালো রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজার দল লিজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে। গাজী টায়ার্সকে ১৫০ রানে গুড়িয়ে দিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ মাত্র ১৯.২ ওভারে জয় তুলে নেয়।
ঈদের ছুটির পর আজ আবার মাঠে গড়িয়েছে ঘরোয়া ক্রিকেট। প্রথম দিনেই তিনটি খেলা। এর মধ্যে একটিতে সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে মুখোমুখি হয় রূপগঞ্জ ও গাজী টায়ার্স। টস জয়ের পর রূপগঞ্জ অধিনায়ক গাজী টায়ার্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাট হাতে নেমে রূপগঞ্জের বোলারদের বোলিং তাণ্ডবের মুখোমুখি হয় গাজী টায়ার্সের ব্যাটাররা। ৪৪.২ ওভারে মাত্র ১৫০ রানে অল আউট হয় তারা।
রূপগঞ্জের শুভাগত হোম একাই চার উইকেট শিকার করেন। দুটো করে উইকেট নেন মাশরাফি ও আব্দুল হালিম।
জবাবে ব্যাট হাতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় রূপগঞ্জ। ওপেনার তাওফিক খান তুষার চমৎকার এক সেঞ্চুরি করেন। ৬৬ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি। এক ডজন বাউন্ডারির পাশাপাশি আটটি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। তুষারের সঙ্গে অপরাজিত ছিলেন সাদমান খান। তার রান ছিল ৩৫।