শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট

নুুরুল হাসানের ব্যাটে শেখ জামালের জয়
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

ঈদের ছুটির পর আজ থেকে আবার মাঠে গড়িয়েছে ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রথম দিনে ছিল তিনটি ম্যাচ। এর একটিতে ফুতল্লায় মুখোমুখি হয়েছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এ ম্যাচে শেখ জামাল ৫ উইকেটে জয় পেয়েছে। পারটেক্স আগে ব্যাট করে ২০৫ রানে অল আউট হয়েছিল। শেখ জামাল ২৪ বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয়।

বড় স্কোর দাঁড় করাতে অন্তত একজনের ভালো একটা ইনিংস খেলতে হয়। কিন্তু আগে ব্যাট হাতে নামা পারটেক্সের কোনো ব্যাটারই ভালো ইনিংস খেলতে পারেনি। বরং তাদের সব ব্যাটারই ক্রিজে আসা যাওয়ার পালায় ছিল। শীর্ষ সাত ব্যাটারের প্রত্যেকে দুই অঙ্কের রানে পৌঁছালেও কেউ ব্যক্তিগত সংগ্রহকে সমৃদ্ধ করতে পারেনি। ফলে ২০৫ রানে শেষ হয়ে তাদের ইনিংস।

শফিকুল ইসলাম পারটেক্সের মূল সর্বনাশটা করেন। তিনি ৪ উইকেট শিকার করেন। পাশাপাশি তৈবুর রহমানও পারটেক্সের ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে দেখা দিয়েছিলেন। ৩ উইকেট শিকার করেন তিনি।

জবাবে শেখ জামালের অধিনায়ক নুরুল হাসানের চমৎকার ব্যাটিং দলকে জয় এনে দেয়। ৭৫ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। আট বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারি ইনিংসটি সাজিয়েছিলেন তিনি। তার পাশাপাশি ওপেনার সৈকত আলীর ৪১ রানের ইনিংস শেখ জামালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর