আইপিএলব্যাটিং তাণ্ডবে সানরাইজার্সের নতুন রেকর্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ দলীয় ইনিংসটা ছিল সানরাইজার্স হায়দরাবাদের। সোমবার নিজেদের সেই কীর্তিকে নিজেরাই ভেঙ্গে চুরমার করেছে। গড়েছে নতুন রেকর্ড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৮৭ রানে আইপিএলের নতুন রেকর্ড গড়েছে তারা। বিশাল এই রানের বিপরীতে লড়াই করে বেঙ্গালুরু ২৫ রানে হেরেছে। ৭ উইকেটে তারা করে ২৬৭ রান।
আইপিএলের এবারের আসরেই সানরাইজার্স হায়দরাবাদ আগের রেকর্ডটি করেছিল। গত ২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রান করে সেই রেকর্ড গড়েছিল। ফলে হায়দরাবাদের ব্যাটাররা যে অমন একটা ইনিংসে খেলতে পারে তার ইঙ্গিত শুরুতেই দিয়েছিল। ব্যাট হাতে যেই নেমেছেন তিনিই তাণ্ডব করেছেন। ট্রাভিস হেড তো সেঞ্চুরি করেছেন।
৪১ বলে ১০২ রান করেছেন ট্রাভিস হেড। এ ইনিংসের মাধ্যমে আসন্ন টি-২০ বিশ্বকাপে বোলারদের জন্য ভালোভাবেই সতর্কবার্তা পাঠিয়েছেন তিনি। ৯টি বাউন্ডারির পাশাপাশি আটটি ওভার বাউন্ডারি মেরেছেন ট্রাভিস। পুরো ইনিংসে সানরাইজার্স হায়দরাবাদ ২২টি ওভার বাউন্ডারি মেরেছে।
হায়দরাবাদের ব্যাটাররা কতটা নির্দয় ছিলেন তা ব্যাটারদের থেকে একটু জেনে নেওয়া যাক। আব্দুল সামাদ ১০ বল খেলেছেন, করেছেন ৩৭ রান। এইডেন মার্করাম ১৭ বলে করেছেন ৩২ রান। হেনরিক ক্লাসেন ৩১ বলে ৬৭ রান।
বিশাল এ রান করার পথে সূচনাটা ভালো ছিল বেঙ্গালুরুর। বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস প্রথম উইকেটে ৮০ রান জমা করেছিলেন। উভয়ই ব্যাটার চার ছক্কার পসরা সাজিয়েছেন। কোহলি ২০ বলে ৪২ ও প্লেসিস ২৮ বলে ৬২ রান করেন। তবে মাত্র ২২ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে বেঙ্গালুরু। ১ উইকেটে ১০০ রান থেকে দাঁড়ায় ৫ উইকেটে ১২২। তবে দিনেশ কার্তিকের বিধ্বংসী ব্যাটিং বেঙ্গালুরুকে স্বপ্ন দেখিয়েছিল। ৩৫ বলে ৮৩ রান করেন তিনি। সাতটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। তার এমন ইনিংসে সত্ত্বেও লক্ষ্যে পৌঁছানো হয়নি বেঙ্গালুরুর।