শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসির গোল উৎসব, পালমারের হ্যাটট্রিক
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়টা এখন তিন দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল। সেখানে চেলসির কোনো স্থান নেই। শীর্ষ দশে থেকে মৌসুম শেষ করতে পারবে কিনা সেটাই তাদের চিন্তার বিষয়। তবে সোমবার রাতে সাবেক চ্যাম্পিয়ন দলটি দারুণ এক জয় পেয়েছে। নিজেদের মাঠের খেলায় এভারটনকে ৬-০ গোলে হারিয়েছে। হ্যাটট্রিকসহ চার গোল করেছেন কোল পালমার।

ম্যাচে এভারটন গোল বন্যায় ভাসলেও গোলের প্রথম সুযোগটা তারা পেয়েছিল। কিন্তু বেতো সুযোগটি কাজে লাগাতে পারেননি। তবে পালমার সুযোগ নষ্ট করেননি। ত্রয়োদশ মিনিটে পাওয়া সুযোগটি কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন তিনি। মাত্র ১৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন। ১৮ মিনিটে দ্বিতীয় ও ২৯ মিনিটে করেন তৃতীয় গোলটি। এছাড়া ৬৪ মিনিটে পেনাল্টি থেকে একটা গোল করেন। চেলসির হয়ে অন্য দুি গোল করেন নিকোলাস জ্যাকসন ও আলফি গিলক্রিস্ট।

চতুর্থ গোলের মাঝ দিয়ে পালমার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যুগ্মভাবে শীর্ষে উঠে এসেছেন। তার সঙ্গে রয়েছেন ম্যানচেস্টার সিটির আলিং হালান্ড। উভয়ের গোল সংখ্যা ২০। সব মিলিয়ে পালমারের এ মৌসুমে গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২৩। ২০১৮-১৯ মৌসুমের পর চেলসির হয়ে এই প্রথম কোনো খেলোয়াড় মৌসুমে ২০ গোলের কীর্তি গড়েছেন। চেলসির হয়ে সর্বশেষ ২০ গোল করেছিলেন এডেন হ্যাজার্ড।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর