চলে গেলেন ইংল্যান্ডের সর্বকালের সেরা স্পিনার আন্ডারউড
চলে গেলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেরেক আন্ডারউড। মৃতু্যকালে সাবেক এই স্পিনারের বয়স হয়েছিল ৭৮ বছর।
ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আন্ডারউডকে সেরা স্পিনার হিসেবে বিবেচনা করা হয়। ১৯৬৬ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত আন্ডারউড ৮৬ টেস্ট খেলে ২৯৭ উইকেট শিকার করেন। মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল আন্ডারউডের। সতীর্থরা তাকে ‘ডেডলি’ নাম ডাকতেন।
ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ইতিহাসে আন্ডারউড সর্বাধিক উইকটে শিকারের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। তবে স্পিন বোলারদের তালিকায় তার অবস্থান শীর্ষে। একদিনের ক্রিকেটে আন্ডারউড মাত্র ২৬টি ম্যাচ খেলেছেন। শিকার সংখ্যা ২৬। ১৯৭৫ সালের ওয়ানডে বিশ্বকাপও খেলেছে তিনি। ১৯৬৯ সালের সেপ্টেম্বর থেকে ১৯৭৩ সালের আগষ্ট পর্যন্ত তিনি আইসিসি বোলিং র্যাংকিংয়ের শীর্ষে ছিলেন।
২০০৮ সালে আন্ডারউড মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট মনোনীত হন। এর আগে তিনি ২০০৬ সালে কেন্ট ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।







