শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

মেজর সকার লিগ

প্রথমবারের মতো সপ্তাহের সেরা খেলোয়াড় মেসি
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

মেজর সকার লিগে গত শনিবার দারুণ এক জয় পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। রেকর্ড সংখ্যক ৭২,৬১০ জন দর্শকের উপস্থিতিতে মায়ামি ৩-২ গোলে হারায় স্পোর্টিং কানসাস সিটিকে। ম্যাচে মেসি একটি গোল করেছেন এবং একটি গোলের রূপকার ছিলেন। এই দারুণ পারফরম্যান্স তাকে মেজর সকার লিগের সপ্তাহের সেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দিয়েছে। গত সোমবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি পুরস্কার হাতে পেয়েছেন। প্রথমবারের মতো তিনি মেজর সকার লিগের সপ্তাহ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন।

শনিবারের ম্যাচ নিয়ে মায়ামির হয়ে লিগে এ মৌসুমে এটা ছিল মেসির পঞ্চম ম্যাচ। ইনজুরির কারণে কয়েকটা ম্যাচে তিনি খেলতে পারেননি। পাঁচ ম্যাচে তার করা গোলের সংখ্যা পাঁচ। সমসংখ্যক গোলের রূপকারও ছিলেন তিনি। এর মাঝ দিয়ে একটা রেকর্ডও নিজের করে নিয়েছেন মেসি। মেজর সকার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুমের প্রথম ম্যাচে পাঁচ গোল ও পাঁচ গোলের রূপকার হওয়ার কীর্তি গড়েছেন তিনি।

মেসির এই পুরস্কারের ফলে মেজর সকার লিগে আট সপ্তাহের মধ্যে তিনটি সপ্তাহ সেরা পুরস্কার ইন্টার মায়ামিতে গেল। বাকি দুটো পুরস্কার জিতেছেন বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ লুই সুয়ারেজ। তৃতীয় ও পঞ্চম সপ্তাহে সুয়ারেজ এই পুরস্কার জিতেছিলেন।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর