চ্যাম্পিয়ন্স লিগঅ্যাতলেতিকোকে বিদায় করলো ডর্টমুন্ড

অ্যাতলেতিকো মাদ্রিদকে থমকে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার রাতে নিজেদের মাঠের খেলায় ডর্টমুন্ড ৪-২ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদকে। এর ফলে ৫-৪ গোল গড়ে ডর্টমুন্ড সেমিফাইনালে পৌঁছেছে। প্রথম লেগের খেলায় অ্যাতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে জয় পেয়েছিল। অ্যাতলেতিকো মাদ্রিদের বিদায়ের ফলে একই রাতে স্পেনের দুই ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল। একই রাতে অনুষ্ঠিত অন্য ম্যাচে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা।
বরুশিয়া ডর্টমুন্ড প্রথমার্ধে জোড়া গোল করে নিজ সমর্থকদের আনন্দে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্প্যানিশ ক্লাবটি। ৪৯ মিনিটে ম্যাট হুমেলসের গোলে ব্যবধান কমানোর পর অ্যাঞ্জেল কোরে সমতায় ফেরান। সেই সঙ্গে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু তিন মিনিটের এক ঝড়ে সব ওলোট পালোট হয়ে যায় অ্যাতলেতিকো মাদ্রিদের। নিকলাস ফুলক্রুগ ৭১ মিনিটে এবং মার্সেল সাবিতজের ৭৪ মিনিটে গোল করে বরুশিয়া ডর্টমুন্ডকে এগিয়ে নেন।
ফাইনালে ওঠার লড়াইয়ে ডর্টমুন্ডের প্রতিপক্ষ প্যারিস সেন্ত জার্মেই। আগামী ১ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। তার আগে অপর দুই সেমিফাইনালে জায়গা করে নিতে লড়ছে বায়ার্ন মিউনিখ-আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ। দুটো ম্যাচ আজ রাত একটায় অনুষ্ঠিত হবে।