উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটাইব্রেকারে হেরে ম্যানসিটির বিদায়, সেমিতে রিয়াল

এমন পরিণতির কথা হয়তো কল্পনাতেই আনেনি ম্যানচেষ্টার সিটির সমর্থকরা। বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় টাইব্রেকারে রিয়াল মাদ্রিদের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৪-৩ গোলে ম্যানসিটিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় গোল গড় দাঁড়ায় ৪-৪। অতিরিক্ত সময়েও কোনো মীমাংসা হয়নি। ফলে অমীমাংসিত খেলা মীমাংসার জন্য টাইব্রেকারে গড়ায়। সেখানে হার ম্যানসিটির।
এই জয়ের ফলে একদিকে যেমন সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদের তেমনি প্রতিশোধ নেওয়ার কাজটা হয়েছে। গত মৌসুমে এই ম্যানসিটির কাছে হেরে বিদায় নিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে। অপর সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে প্যারিস সেন্ত জার্মেই ও বরুশিয়া ডর্টমুন্ড।
অ্যাওয়ে ম্যাচ ভালো করায় নিজেদের মাঠের ম্যাচে ভালো করার স্বপ্ন দেখছিল টেব্রল জয়ের প্রত্যাশায় থাকা ম্যানসিটি। কিন্তু রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ তাদের সেই প্রত্যাশায় পানি ঢেলে দিয়েছে। বেশিরভাগ সময় বলের দখল, বেশি আক্রমণ করেও তারা মাদ্রিদের দেয়াল ভাঙ্গতে পারেনি।
প্রথম লেগে ৩-৩ গোলে সমতা পওয়া ম্যাচে মাত্র ১২ মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদ ৪-৩ করে নেয়। ম্যানসিটি সমর্থকদের থমকে দিয়ে রিয়ালকে এগিয়ে নেন রদ্রিগো। জাতীয় দলের সতীর্থ এদেরসন প্রথম চেষ্টায় রদ্রিগোর শট রুখে দিলেও ফিরতি শট আর রুখতে পারেননি।
গোল হজমের পর ম্যানসিটি আক্রমণের ধার বাড়ায়। তবে ৭৬ মিনিটের আগে সমতা আনা সম্ভব হয়নি। ডি ব্রুইনা সমতা আনেন। অতিরিক্ত সময়ে কোনো দল গোল করতে পারেনি।
টাইব্রেকারে দুর্ভাগ্য ম্যানসিটির। হুলিয়ান আলভারেজ প্রথম শটে গোল করেন। রিয়ালের হয়ে প্রথম শট নেন লুকা মদরিচ। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। এগিয়ে থাকার এই সুযোগটা ম্যানসিটি কাজে লাগাতে পারেননি। পরপর দুই শট থেকে স্বাগতিক দল গোল করতে ব্যর্থ হয়। বেনার্ডো সিলভা ও মাতেও কোভাসিচ দলকে হতাশ করেন। অন্যদিকে রিয়ালের হয়ে জুডে বেলিংহাম, লুকাস ভাজকুয়েজ, নাচো ও অ্যান্তোনিও রুডিগের টানা চার শটে গোল করেন। ফলে ম্যানসিটির হয়ে শেষ দুই শটে ফিল ফোডেন ও এদেরসন গোল করলে তা দলের বিদায় রুখতে পারেনি।