বিজয় দিবস জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় শুরু হলো চারদিনব্যাপী ‘বিজয় দিবস জুনিয়র টেনিস টুর্নামেন্ট ২০২৩।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো: মোতাহার হোসেন (সাজু), সহ-সভাপতি নেয়াজ আহমেদ, টুর্নামেন্ট ডিরেক্টর ও সহ-সভাপতি মো: মাসুদ করিম, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার (সিআইপি), কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, নির্বাহী সদস্য মাহাবুব মোর্শেদ শামিম, টুর্নামেন্ট রেফারী ও নির্বাহী সদস্য আহমেদ জিয়াউর রহমান।
প্রতিযোগিতায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সসহ, বিকেএসপি, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব হতে বালক/বালিকা অনূর্ধ্ব-১২, ১৪ ও ১৬ বছর গ্রুপে ৫০ জন খেলোয়াড় প্রিতিদ্বন্দ্বিতা করছে।