শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

ইউরোপা লিগ

ফিরতি লেগে জয় পেয়েও লিভারপুলের বিদায়
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। বৃহষ্পতিবার ইউরোপা লিগে ফিরতি লেগে অ্যাওয়ে ম্যাচে আটালান্টাকে ১-০ গোলে হারিয়েছে। তবে এ জয় তাদেরকে ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারেনি। বরং তাদেরকে ৩-১ গোল গড়ে হারিয়ে আটালান্টা সেমিফাইনালে পৌঁছেছে। প্রথম লেগের খেলায় লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছিল আটালান্টা।

হঠাৎ করেই লিভারপুলের আকাশটা কালো মেঘে ঢাকা পড়েছে। মাত্র কয়েকদিন আগে দলটি ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর ছিল। প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন দেখছিল। স্বপ্ন ছিল ইউরোপা লিগ জয়ের। তবে এরই মধ্যে দলটির ট্রেবল জয়ের স্বপ্ন মুছে গেছে। ইউরোপা লিগ থেকে বাদ। সর্বশেষ ম্যাচ অ্যাস্টন ভিলার কাছে হারের ফলে প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্নও ফ্যাকাশে হয়ে পড়েছে। ফলে শুধু লিগ কাপ নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে।

ইউরোপা লিগে টিকে থাকতে বড় ব্যবধানে জয়ের দরকার ছিল লিভারপুলের। অন্তত ৪-০ ব্যবধানে। অ্যাওয়ে ম্যাচে বিষয়টি সত্যিকারভাবে কঠিন। তবে মাত্র সপ্তম মিনিটে গোল পেয়ে যাওয়ায় কিছুটা হলেও আশায় বুক বেঁধেছিল লিভারপুলের সমর্থকরা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন মোহাম্মদ সালাহ। কিন্তু লিভারপুলের পক্ষে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি।

জয় নিয়ে মাঠ ছাড়ার বিষয়টি মোটেও অসম্ভব ছিল না। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে লিভারপুল। মোহাম্মদ সালাহ আটালান্টর গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি। প্রথমার্ধের শেষ সময়ে লুইস দিয়াজকে দারুণ একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন সালাহ। কিন্তু বলটি আটালান্টার ইসাক হিয়েনের হাতে লাগে। লিভারপুল পেনাল্টির দাবি করলেও রেফারি তা এড়িয়ে যান।

সবকিছু হারিয়ে লিভারপুলকে এখন প্রিমিয়ার লিগে মনোযোগী হতে হচ্ছে। শিরোপা জয়ের যে সম্ভাবনা ছিল তা এখনো যে নেই, তা নয়। তবে সুযোগটা তাদের নিজেদের হাতে নেই। অন্যরা ব্যর্থ হলেই তাদের সামনে সুযোগ আসতে পারে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর