মেজর সকার লিগমেসির জোড়া গোলে মায়ামির সহজ জয়

লিওনেল মেসির ইনজুরির কারণে গত কয়েকটা সপ্তাহ অস্বস্তি কেটেছে ইন্টার মায়ামির সমর্থকদের। বিশ্বকাপ জয়ী তারকা পুরো সুস্থ হতেই মায়ামি শিবিরে বইয়ে যাচ্ছে স্বস্তির সুবাতাস। আজ সকালে মেজর সকার লিগে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে মেসি মায়ামি সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন। তার জোড়া গোলের পাশাপাশি সার্জিও বুস্কেটসের এক গোলের সুবাদে ৩-১ গোলে জয় পেয়েছে মায়ামি।
ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোলের সুবাদে এ মৌসুমে মেসির সব ধরণের প্রতিযোগিতায় গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯। এ সময়ে আট গোলের রূপকার ছিলেন তিনি। ২০১৬ সালের পর মেজর সকার লিগে এই কোনো খেলোয়াড় মৌসুমের প্রথম ছয় ম্যাচে এমন কৃতিত্ব দেখালেন।
বড় জয় পেলেও ইন্টার মায়ামির চলার পথটা মোটেও স্বস্তির ছিল না। বরং নিজেদের মাঠের খেলায় ম্যাচের শুরুতেই তাদের হতভম্ব হতে হয়েছিল। দ্বিতীয় মিনিটেই আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে মায়ামি। তবে এ গোলের অস্বস্তি খুব একটা বেশি সময় তাদেরকে বয়ে বেড়াতে হয়নি। একাদশ মিনিটে মেসি সমতায় ফেরান। মেসির শট ন্যাশভিলে গোলরক্ষক ইলিয়ট পানিকো ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু দলকে গোল হজম থেকে রক্ষা করতে পারেননি। বল ঘুরেফিরে আবার মেসির কাছে চলে আসলে তা থেকে লক্ষ্য অর্জনে এবার আর ব্যর্থ হননি মেসি।
বিরতির আগেই মায়ামি ব্যবধান ২-১ করে। এ গোলের রূপকার ছিলেন মেসি। তার নেওয়া কর্নার কিকের বল মাথা ছুঁয়ে জালে পাঠিয়ে দেন বুস্কেটস।মায়ামির হয়ে বুস্কেটসের এটা প্রথম গোল।
বিরতির পর অবশ্য ন্যাশভিলে বেশ কয়েকবার মায়ামির জন্য আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল। সমতা আনার সুযোগও তৈরি করেছিল। কিন্তু পেনাল্টি থেকে মেসি গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নিলে ন্যাশভিলের ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায়। ৮১ মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার জস বাউয়ের মায়ামির লিওনার্দ্রো আলফনসোকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় মায়ামি। ন্যাশভিলের গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে মেসি সহজেই লক্ষ্যভেদ করেন।