ইংলিশ প্রিমিয়ার লিগচেলসিকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই দারুণ জমে উঠেছে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান রোলার কোস্টারে রূপ নিয়েছে। আজ লিভারপুল শীর্ষে তো কাল আর্সেনাল সে স্থানের দখল নিচ্ছে। পরশু তাদের হটিয়ে দিচ্ছে ম্যানচেস্টার সিটি। তারই ধারাবাহিকতায় বর্তমানে শীর্ষস্থানে আর্সেনাল। মঙ্গলবার রাতে চেলসিকে উড়িয়ে দিয়েছে তারা। নিজেদের মাঠের খেলায় ৫-০ গোলে চেলসিকে হারিয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে আর্সেনাল।
শিরোপা প্রত্যাশী আর্সেনালের বড় জয়ে জোড়া গোল করেছেন বেন হোয়াইট ও কাই হাভের্টজ। অন্য গোলটি করেন লিন্দ্রো ট্রোসার্ড। এ জয়ের ফলে ৩৪ ম্যাচে শেষে আর্সেনালের পয়েন্ট ৭৭। ৩৩ ম্যাচ থেকে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। তৃতীয় স্থানে থাকা ম্যানসিটির পয়েন্ট ৭৩, তবে তারা খেলেছে ৩২ ম্যাচ।
এটা নিয়ে আর্সেনাল এ মৌসুমে এক ম্যাচে ষষ্ঠবারের মতো পাঁচ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখাল। প্রিমিয়ার লিগের অবর্মান অবস্থা যা তাতে করে শেষ পর্যন্ত এই গোলই তাদের সাফল্য এনে দিতে পারে। এবারের প্রিমিয়ার লিগে এ পর্যন্ত তারাই সবচেয়ে বেশি গোল করেছে। বিপরীতে হজম করা গোলের সংখ্যাও কম। ৮২ গোলের বিপরীতে তাদের জালে বল স্পর্শ করেছে ২৬ বার।
চেলসির জন্য এই হার বড় এক আঘাত। কয়েকদিন আগে এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে তারা। তারপরেই আর্সেনালের বিপক্ষে এই বিশাল ব্যবধানে হার। বড় ব্যবধানে হারলেও ম্যাচে তারা দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। বিশেষ করে প্রথমার্ধে। আর্সেনালের শেষ চারটি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫২ থেকে ৭০ এই ১৮ মিনিটে বেন হোয়াইট ও কাই হাভার্টজ দুটো করে গোল করেন। আর্সেনাল তাদের প্রথম গোলটি পায় ম্যাচের চতুর্থ মিনিটে। লিন্দ্রো টোসার্ড করেন গোলটি।