শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগ

লিভারপুলের শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

স্বপ্ন ছিল ট্রেবল জয়ের। কিন্তু একে একে সব শিরোপা জয়ের দরজা বন্ধ হয়ে গেল লিভারপুলের। সম্ভাবনা ছিল ইউরোপা লিগ, এফএ কাপ আর ঘরোয়া লিগে জয়োৎসব করার। ইউরোপা লিগ ও এফএ কাপের দরজা আগেই বন্ধ হয়েছে, এবার প্রিমিয়ার লিগের সম্ভাবনাটাও হয়তো শেষ হয়ে গেল। বুধবার রাতে প্রিমিয়ার লিগের খেলায় অ্যাওয়েতে এভারটনের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। ২-০ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা।

গুডিসন পার্কে বুধবার রাতে যে ঘটনা ঘটেছে লিভারপুলের কোনো সমর্থক হয়তো তা কল্পনাতেও আনতে পারেনি। দুই দলের শক্তির পার্থক্য তো বড় একটা ফ্যাক্টর ছিল, তার পাশাপাশি লিভারপুলের সামনে শিরোপা জয়ের দৌড় অন্যদের টেক্কা দেওয়ারও একটা বিষয় ছিল। জয় তাদেরকে শীর্ষে থাকা আর্সেনালের পাশে নিয়ে আসতো। হারের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও তাদের শিরোপার দৌড় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ৩৪ ম্যাচ শেষে আর্সেনাল ৭৭ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৪। ৭৩ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি তৃতীয় স্থানে। তবে তারা দুটো ম্যাচ কম খেলেছে।

গত ১৩ বছরের মধ্যে এই প্রথম লিভারপুলের বিপক্ষে এই প্রথম জয়ের মুখ দেখলো এভারটন। জারাদ ব্রান্থওয়েট ও ডোমিনিক কালভার্ট লিউন করেন গোল দুটো।

এ যেনো এভারটনের প্রতিশোধ। গত বছরের অক্টোবরে লিগের প্রথম লেগের খেলায় লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছিল এভারটন। ঘরের মাঠে লিভারপুলকে পেয়ে সেই প্রতিশোধটা যেন নিয়ে নিলো তারা। খেলার শুরু থেকেই স্বাগতিক দলের আধিপত্য ছিল স্পষ্ট। শুরুতেই একটা পেনাল্টিও তারা পেয়েছিল। কিন্তু ভিএআর দেখে শেষ পর্যন্ত পেনাল্টির সিদ্ধান্ত থেকে সরে আসেন রেফারি। অফসাইডের কারণে বাতিল হয় এভারটনের দাবি। তবে তাদেরকে গোল থেকে দূরে রাখতে পারেনি লিভারপুল। সফরকারী দলের রক্ষণভাগের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে ২৭ মিনিটে দলকে এগিয়ে নেন জারাদ ব্রান্থওয়েট। ২০২১ সালের পর এই প্রথম এভারটনের কোনো খেলোয়াড় লিভারপুলের বিপক্ষে গোল করার কৃতিত্ব দেখালেন।

৫৮ মিনিটে ডোমিনিক কালভার্ট লিউন হেড করে এভারটনের ব্যবধান দ্বিগুন করেন। সে সঙ্গে সঙ্গে গুডিসন পার্কে কোচ ইয়ুর্গেন ক্লপের প্রথম হার নিশ্চিত হয়ে যায়। একই সঙ্গে লিভারপুলের হয়ে ক্লপের শেষ মৌসুমটা বিবর্ণ হওয়ার সব রাস্তাও তৈরি হয়ে যায়।

লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের এটাই শেষ মৌসুম। স্বাভাবিকভাবে মৌসুমটা স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। মৌসুমের শুরুতে লিগ কাপ জয়ের পর একে একে সব শিরোপা জয়ের রাস্তায় ছিলেন। কিন্তু হঠাৎ করেই পথ হারালো ক্লপের লিভারপুল।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর