ইতালিয়ান কাপফিওরেন্তিনাকে উড়িয়ে ফাইনালে আটালান্টা

শক্তিশালী দলগুলোর ভিড়ে সিরি ‘আ’তে খুব একটা স্বস্তিতে নেই আটালান্টা। তবে অন্য সব প্রতিযোগিতায় বেশ আলো ছড়িয়ে চলেছে ক্লাবটি। বুধবারে রাতে ফিওরেন্তিনাকে উড়িয়ে দিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে পৌঁছেছে দলটি। প্রথম লেগের খেলায় ০-১ গোলে হারা দলটি ঘরের মাঠে নাস্তানাবুদ করেছে ফিওরেন্তিনাকে। ৪-১ গোলে জয় পেয়েছে। ফলে ৪-২ গোল গড়ে জয় পেয়ে সাবেক চ্যাম্পিয়ন দলটি ফাইনালে পৌঁছেছে। আগামী ১৫ মে শিরোপা জয়ের লড়াইয়ে তারা ১৪ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের মুখোমুখি হবে।
আটালান্টা একবারই মাত্র ইতালিয়ান কাপের দেখা পেয়েছে। ১৯৬২-৬৩ সালে তারা শিরোপা জয় করেছিল। তবে এবার নিয়ে ষষ্ঠবারের মতো তারা ফাইনালে উঠেছে।
ইতালিয়ান কাপের ফাইনালে ওঠার পাশাপাশি আটালান্টা এবার ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছেছে। গত সপ্তাহে তারা লিভারপুলকে হারিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে।
নিজেদের মাঠের খেলায় আটালান্টা শুরুতেই সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেয়। টেনু কুপমেইনার্স অষ্টম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। এই এক গোলেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় গত বছরের ফািইনালিস্ট ফিওরেন্তিনা। ৫৩ মিনিটে নিকোলা মিলেনকোভিচ বিধি বহির্ভূত খেলার দায়ে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন। একজন কম নিয়ে খেললেও ম্যাচে সফরকারী দল সমতা ফিরিয়ে আনতে সমর্থ হয়। লুকাস মার্টিনেজ গোল করে দলের ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেন।
তবে শেষ সময়ে ১৫ মিনিটের এক ঝড়ে সব উলোটা পালোট করে দেয় স্বাগতিক আটালান্টা। গিয়ানলুকা সামাক্কা ৭৫ মিনিটে গোল করে আটালান্টাকে এগিয়ে নেন। আর ইনজুরি সময়ের চতুর্থ ও অষ্টম মিনিটে আদেমোলা লুকমান ও মারিও পাসালিক গোল করে স্বাগতিকদের ফাইনাল খেলা নিশ্চিত করেন।