শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

এক বছর ব্যবধানে প্রিমিয়ার লিগে লেস্টার সিটি

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

এক বছর ব্যবধানে লেস্টার সিটি আবার প্রিমিয়ার লিগে ফিরে এসেছে। শুক্রবার রাতে ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিডস ইউনাইটেড কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে হেরে যাওয়ায় লেস্টার সিটির প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত হয়েছে।

৪৪ ম্যাচ শেষে লেস্টার সিটি ৯৪ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। লিডস ইউনাইটেড ৪৫ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৯০ পয়েন্ট। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল প্রিমিয়ার লিগে খেলবে। ফলে লেস্টার সিটি অন্তত দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে। ৪৩ ম্যাচ থেকে ৮৯ পয়েন্ট নিয়ে ইপসউইচ টাউন তৃতীয় স্থানে রয়েছে। ফলে তাদের সামনে যেমন প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ রয়েছে তেমনি সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। এ জন্য অবশ্য বাকি তিন ম্যাচেই তাদের জয় পেতে হবে। সে ক্ষেত্রে লেস্টার সিটির পথটা একটু সহজ।

লেস্টার সিটি গত বছর প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যায়। এর আগে তারা টানা ৯ বছর প্রিমিয়ার লিগে খেলেছে। গত ফেব্রুয়ারি মাসে লেস্টার সিটি প্রিমিয়ার লিগে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছিল। দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল ১৪। তবে এর পরে তাদের অবস্থা একটু নাজুক হয়ে পড়ে। ফলে এই সময় পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর