ইংলিশ প্রিমিয়ার লিগলিভারপুলের সম্ভাবনা আরো ফিকে হলো

লিভারপুলের এ কি হাল! কোচ ইয়ুর্গেন ক্লপের শেষ মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্নে দেখেছিল ক্লাবটি। এখন ঘরোয়া লিগই তাদের কাছে সোনার হরিণে রূপ নিয়েছে। শেষ মুহুর্তে এসে একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে তারা শিরোপা জয়ের দৌড় থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। শনিবার রাতে তারা অ্যাওয়ে ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি। এতে করে তাদের সামনে শিরোপা জয়ের সুযোগ আর নেই বললেই চলে।
৩৫ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৭৫ পয়েন্ট। ৩৪ ম্যাচ থেকে ৭৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে। আর ৩৩ ম্যাচ থেকে ৭৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি রয়েছে দ্বিতীয় স্থানে। ফলে আর যাই হোক শিরোপা জয়ের সম্ভাবনা লিভারপুলের হাতে আর নেই।
গত বুধবার এভারটনের কাছে ০-২ গোলে হেরেছিল লিভারপুল। এই হার সত্ত্বেও তারা শিরোপা জয়ের দৌড়ে টিকে ছিল। কিন্তু এ ম্যাচে পয়েন্ট হারানোর পর সে সম্ভাবনা আর নেই। এ ম্যাচেও লিভারপুল আগে গোল হজম করে। বিরতির কিছু সময় আগে স্বাগতিক দল জারো বোয়েনের গোলে এগিয়ে যায়। ওয়েস্ট হামের হয়ে ২০০তম ম্যাচে এটি তার বিশতম গোল।
লিভারপুলকে বেশিক্ষণ এ গোলের অস্বস্তি বয়ে বেড়াতে হয়নি। বিরতির পর খেলা শুরু হতেই অ্যান্ডি রবার্টসনের গোলে তারা সমতা ফিরিয়ে আনে। ভাগ্যটা হয়তো লিভারপুলের পক্ষেই ছিল। তাইতো ৬৫ মিনিটে আত্মঘাতি গোলের সুবাদে তারা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত এ ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। ৭৭ মিনিটে ওয়েস্ট হাম সমতা ফিরিয়ে এনে লিভারপুলের পয়েন্টে ভাগ বসায়। সে সঙ্গে লিভারপুলের শিরোপা জয়ের স্বপ্নও ফিকে হয়ে যায়। শেষ মুহূর্তে একটা সুযোগ এসেছিল লিভারপুলের সামনে। কিন্তু দুর্ভাগ্য তাদের, হার্ভে ইলিয়টের শট পোস্টে লেগে ফিরে আসে।
এখন পর্যন্ত লিভারপুলের যে আশাটুকু টিকে রয়েছে সেখানে আর্সেনাল ও ম্যানসিটি ব্যর্থতা থাকতে হবে। তাদের ব্যর্থতা ছাড়া লিভারপুলের আর কোনো সম্ভাবনা নেই।