শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ড্রতে শেষ হলো বায়ার্ন -রিয়াল মাদ্রিদ লড়াই
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ১ মে, ২০২৪

সময়টা ভালো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের। টানা ১১ বার লিগ চ্যাম্পিয়ন দলটি এ মৌসুমে একটু ছন্নছাড়া অবস্থায়। তাই তো লিগে দ্বিতীয় হয়ে সন্তুষ্ঠ থাকতে হয়েছে। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই নিজেদের আভিজাত্য বর্ণনা করে চলেছে। ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের মাঠের খেলায় রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করেছে। মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগে দুই অভিজাত ক্লাবের লড়াই ২-২ গোলে ড্র হয়েছে। লেরয় সানে ও হ্যারি কেন বায়ার্নের হয়ে গোল করেছেন। রিয়ালের দুই গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র।

বর্তমান পারফরম্যান্স বিচারে ম্যাচে বায়ার্ন মিউনিখ যে একটু পিছিয়ে ছিল না তা নয়। তবে লিগ শিরোপা হারানো দলটি ঘরের মাঠের খেলায় মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে একটাই স্বাভাবিক। ম্যাচের শুরু থেকেই সেই চেষ্টাটায় করেছে বায়ার্ন। তারই ফসল হিসেবে প্রথম ১৫ মিনিটের মধ্যে স্বাগিতক দল দুইবার গোলের সুযোগ তৈরি করে। বায়ার্নের হয়ে দুই গোলদাতা লেরয় সানে ও হ্যারি কেন এই সুযোগ দুটো পেয়েছিলেন। কিন্তু উভয়ে ব্যর্থ হন।

মাঠ তখন উত্তেজনায় টগবগ করছে। স্বাগতিক দর্শকেরা গোল দেখায় উম্মুখ। গোলও তারা দেখেছে, তবে সে গোল তাদেরকে উল্লাসে মাতিয়ে দেয়নি, বরং হতভম্ব করেছে। গ্যালারি হয়েছে নিস্তদ্ধ। প্রথম আধাঘন্টায় একটা মাত্র সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদ আর তাতেই স্তদ্ধ স্বাগতিক দর্শকরা। খেলার ধারার বিপরীতে গোলটি পায় রিয়াল মাদ্রিদ। টনি ক্রুস বায়ার্নের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে দারুণ এক পাস দেন ভিনিসিয়াস জুনিয়রকে। গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পুতুল বানিয়ে বল জালে ফেলেন তিনি।

এই এক গোলেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। সেই ক্রুস বাঁকানো শটে নয়্যারকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু নয়্যার বল বাইরে পাঠিয়ে দেন। ৫১ মিনিটে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার পরপরই বায়ার্ন ম্যাচে সমতা ফেরায়। ৫৩মিনিটে লেরয় সানে অনেকটা একক দক্ষতায় গোল করে সমতায় ফেরান।

চার মিনিট পর বায়ার্নের লড়াইয়ের পূর্ণতা পায়। রিয়ালের লুকাস ভ্যানজুয়েজ অবৈধভাবে বাধা দিয়ে ফেলে দেন জামাল মুশিয়ালাকে। হ্যারি কেন পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে এই গোলের স্বস্তি শেষ পর্যন্ত থাকেনি। রেকর্ড ১৫তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায় থাকা রিয়াল মাদ্রিদ ৮৩ মিনিটে ম্যাচে ফিরে আসে। পেনাল্টি থেকে ভিনিসিয়াস গোল করে সমতায় ফেরান।

ম্যাচ শেষে হ্যারি কেন বলেন, ‌এই প্রতিযোগিতার জন্য আমরা সব ধরণের চেষ্টা করেছি। যাহোক অ্যাওয়ে ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে। তবে আমরা পূর্ণ বিশ্বাস নিয়ে সেখানে যাব এবং জয় নিয়ে ফিরতে চেষ্টা করবো।

 

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর