শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

২৭তম সামিট কাপ গলফ টুর্ণামেন্টের সমাপ্তি

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

২০-২২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত তিন দিন ব্যাপী ‘২৭তম সামিট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৩’ কুর্মিটোলা গলফ কোর্সে সমাপ্ত হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে আজ রাত ৬:৪৫ ঘটিকায় কুর্মিটোলা গলফ ক্লাবের ‘ব্যাংকুয়েট হল’এ বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ভাইস চেয়ারম্যান  মুহাম্মদ ফরিদ খান, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, বিএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুস সামাদ চৌধুরী, বিএসপি, এনডিসি, পিএসসি, ক্লাবের টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এ্যাফেয়ার্স লেঃ কর্ণেল আবু মোঃ সাইদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন (অবঃ) এবং দেশের সকল গল্ফ ক্লাব হতে প্রায় ৬৫০ জন গল্ফার ও সামিট গ্রুপের উর্ধতন কর্মকর্তাগণসহ সংশ্লি¬ষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং তাঁদের পরিবারবর্গ এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের নাম নিম্নে উল্লেখ করা হলোঃ

১। উইনার জনাব এস এম আব্দুল্লাহ ফারাবি
২। রানার-আপ মেজর জেনারেল রাশেদ আমিন, আরসিডিএস, এনডিসি, পিএসসি
৩। লেডিস উইনার মিসেস লি ইয়ং কিয়ং


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর