শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৪ রানের সংগ্রহ যুক্তরাষ্ট্রের
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

লেগব্রেক গুগলি বোলার রিশাদ হোসেন এর শুরুর জোড়া আঘাতের পর শেষের দিকে দুই পেসার শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের ওপর ভর করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রকে ১৪৪ রানে আটকে রাখলো বাংলাদেশ। বাংলাদেশের এই তিন বোলারই পেয়েছেন দুটি করে উইকেট।

টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার স্টিভেন টেইলরের ৩১, আরেক ওপেনার ও অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের ৪২ ও অ্যারন জোন্সের ৩৫ রানের ওপর ভর করে এই সংগ্রহ পায় স্বাগতিক যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের পক্ষে বোলিংয়ে চার ওভারে সর্বোচ্চ ৩৫ রান দিলেও উইকেটশূন্য ছিলেন সাকিব আল হাসান। প্রথম তিন ওভারেই যথাক্রমে সাকিব রান দিয়েছেন ১৫, ৭ ও ৯ রান। অবশ্য নিজের চতুর্থ ওভারে দিয়েছেন মাত্র তিন রান।

রিশাদ চার ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। বাকি দুই বোলার শরিফুল ও মোস্তাফিজও নিয়েছেন দু’টি করে উইকেট।

গত ২১ মে একই ভেন্যুতে বাংলাদেশকে ৫ উইকেটে পরাজিত করে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর