তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজবাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সিরিজ জয়

টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৪ রান করেছিলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। জবাবে খেলতে নেমে তিন বল আগেই ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। টানা দুই ম্যাচ জেতায় এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলো স্বাগতিকরা। তিন ওভার তিন বলে ২৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের আলী খান।
১৪৫ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ দলীয় এক রানেই প্রথম উইকেট হারায়। লিটনের বদলি ওপেনার তানজিদ হাসান তামিম তিন বলে এক রান করে সৌম্যকে স্ট্রাইক দেন। কিন্তু প্রথম বলেই রিটার্ন ক্যাচ দেন সৌম্য।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক শান্তর সাথে জমাট ব্যাটিংই করছিলেন তামিম জুনিয়র। কিন্তু দলীয় ৩০ রানে ফিরে যান ব্যক্তিগত ১৯ রানের সময়। তখনও বোঝা যায়নি বাংলাদেশের সামনে কী অপেক্ষা করছে?
শান্ত ৩৬, হৃদয় ২৫ রানে আউট হওয়ার পরও উইকেটে ছিলেন সাকিব আল হাসান। ৯২ রানে চতুর্থ উইকেটে পতনের পর উইকেটে আসেন মাহমুদুল্লাহ। বেশি সময় টিকতে পারেননি পরীক্ষিত এই ব্যাটার। ১৫তম ওভারের চতুর্থ বলে তিন রান করা মাহমুদুল্লাহ ফিরে গেলেও আশা ভরসা হয়ে ছিলেন সাকিব আল হাসান।
১৭তম ওভারের শেষ বলে জাকের আলীক অনিক ব্যক্তিগত চার রান করে আউট হওয়ার পর ১৮তম ওভারের প্রথম বলেই আলীর বলে বোল্ড হয়ে যান ৩০ রান করা সাকিব। দলীয় ১২৪ রানের সময় দুই উইকেট হারানোর ধাক্কা পরের দিকের ব্যাটাররা আর সামাল দিতে পারেন নি। শেষ পর্যন্ত তিন বল আগেই ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের পক্ষে আলী খান ২৫ রানে তিন উইকেট পেয়েছেন। এছাড়া দু’টি করে উইকেট শিকার করেছেন সৌরভ নেত্রাভলকার ও শ্যাডলি ভ্যান শালকউইক।