শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

প্রথম মৌসুমে সর্বোচ্চ গোলদাতা রোনালদো

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

সৌদি প্রো লিগে প্রথম আসরেই এক মৌসুমে সব চেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার রাতে আল ইত্তিহাদের বিপক্ষে জোড়া গোল করে এই কীর্তি গড়েছেন। মৌসুমের শেষ ম্যাচে তার দল আল নাসর ৪-২ গোলে হারায় আল ইত্তিহাদকে।

আল ইত্তিহাদের বিপক্ষে জোড়া গোল নিয়ে এই মৌসুমে রোনালদো ৩৫ গোল করেছেন। এর আগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার কীর্তি ছিল মরক্কোর আব্দের রাজ্জাক হামাদাল্লাহর। ২০১৮-১৯ মৌসুমে ৩৪ গোল করেন। স্পোর্টিং লিসবন , ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলা রোনালদো ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন।

রোনালদো প্রথমার্ধের শেষ সময়ে গোলটি করেন। মোহাম্মদ আল ফাতিলের কাছ থেকে উড়ে আসা বল বুক দিয়ে নামিয়ে জোরালো শটে তিনি গোল করেন। ম্যাচের ৬৯ মিনিটে রোনালদো তার দ্বিতীয় গোল করেন। মার্সেলো ব্রোজোভিচের করা কর্নার কিকের বল হেড করে গোলে পাঠিয়ে বুনো উল্লাসে মাতেন রোনালদো। কেননা এ গোলের মাঝ দিয়ে তিনি রাজ্জাককে পেছনে ফেলেন। দ্বিতীয় গোলের পাঁচ মিনিট পর রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এ সময় স্বাগতিক দলের সমর্থকরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়।

সব মিলিয়ে মিশ্র একটা মৌসুম পার করলেন রোনালদো। মৌসুমে চারটা হ্যাটট্রিক করেছেন, লাল কার্ডও দেখেছেন একবার। গত ফেব্রুয়ারিতে দর্শকদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করায় তাকে বহিষ্কার করা হয়েছিল। ব্যক্তিগত সাফল্যে মৌসুমটা ভরপুর থাকলেও দলীয় প্রাপ্তির কোটা ছিল শূন্য। আল হিলালের অনেক পেছনে থেকে তারা লিগ শেষ করেছে। কোনো ট্রফিই তার দল জিততে পারেনি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর