শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফুটবল বাছাই

কাতার গেলো জাতীয় ফুটবল দল
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ৭ জুন, ২০২৪

যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৬ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে কাতার গেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১১ জুন কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে ’আই-গ্রুপে’ নিজেদের শেষ ম্যাচ খেলবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

গত ৬ জুন, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপের ৫ম ম্যাচে ২-০ গোলে হেরেছে তপু বর্মন বাহিনী। একই প্রতিপক্ষের কাছে গত বছরের ১৬ নভেম্বর মেলবোর্নে ৭-০ গোলে হেরেছিলো বাংলাদেশ। কিন্তু ফিরতি ম্যাচে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনার পাশাপাশি ভালো খেলা উপহার দেয় বাংলাদেশ দল।

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ‘আই-গ্রুপে’ এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে বাংলাদেশ দল। পাঁচ ম্যাচ খেলা বাংলাদেশ একটি মাত্র ম্যাচ ড্র করেছে লেবাননের বিপক্ষে। গত বছরের ২১ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে জামাল-সোহেল রানারা।

ম্যাচের ৬৭ মিনিটে লেবানন এগিয়ে গেলেও দেশের ফুটব সেনসেশন শেখ মোরসালিনের গোলে ৭২ মিনিটেই সমতায় ফেরে বাংলাদেশ। ঐ ম্যাচে জিততেও পারতো বাংলাদেশ দল। গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি স্ট্রাইকাররা।

‘আই-গ্রুপে’ পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় নিয়ে অস্ট্রেলিয়া সবার ওপরে। তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। আট পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে প্যালেস্টাইন। দু’টি করে জয়-পরাজয়ের বিপরীতে তারা হেরেছে একটি ম্যাচ। পাঁচ ম্যাচের তিনটিতে ড্র করা লেবানন হেরেছে দু’টি ম্যাচ। আছে টেবিলের তিনে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর