বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ

অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট শুরু আজ
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

পার্থে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট আজ শুরু। কঠিন এক সমীকরণ সামনে রেখে অস্ট্রেলিয়ায় মিশন শুরু করছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ সাফল্যের দেখা পেতে হবে সফরকারী দলটিকে।

কয়েকদিন আগে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজে তিনটিতে হেরে দর্পচূর্ণ হয়েছে ভারতের। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পথটা হয়েছে কঠিন। এমন সমীকরণের সামনে এখন ভারত দাঁড়িয়ে যেখানে অন্ধ সমর্থকও ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখার দুঃসাহস দেখাতে পারছেন না। কারণে, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারাতে হবে টিম ইন্ডিয়াকে।

২০১২-১৩ মৌসুমে ভারত সফরে আসা অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল মাহেন্দ্র সিং ধোনীর দল। রোহিম শর্মার দলকে তারই পুনরাবৃত্তি করতে হবে। কিন্তু এবার যে স্বাগতিক দলের নাম অস্ট্রেলিয়া। ফলে কাজটা কঠিন। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে ব্যর্থ হলে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে দর্শকের আসনে থাকতে হবে।

আজ পার্থ টেস্ট শুরু হলেও দলের নেতৃত্বে থাকছেন না রোহিত শর্মা। পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। তার পরিবর্তে পেসার জসপ্রিত বুমরা দলকে নেতৃত্ব দেবেন। কপিল দেবের পর প্রথম ফাস্ট বোলার হিসেবে বুমরা ২০২১ সালে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সে সময়ও কোহলি পরিবর্তে এক ম্যাচের জন্য দায়িত্ব পালন করেছিলেন তিনি। আজ দ্বিতীয়বারের মতো দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন বুমরা।

গত নভেম্বরে আহমেদাবাদে বিশ্বকাপ জয় করেছেন প্যাট কামিন্স। এবার তার সামনে সুযোগ বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের। আগুনে লড়াইয়ের জন্য পিচও প্রস্তুত। তবে দুইদিন আগে বৃষ্টির কারণে পিচ নিয়ে একটু দুঃশ্চিন্তা থাকলে মাঠকর্মীদের চেষ্টায় মঞ্চ প্রস্তুত।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর