তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজআয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ঢাকায়

স্বাগতিক বাংলাদেশ নারী দলের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছে। সফরে বাংলাদেশ নারী দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে সফরকারীরা।
ঢাকায় আগামী ২৭ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত এই সিরিজটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পূর্ব নির্ধারিত সময়ে শুক্রবার সকালে ঢাকায় পা রাখে আইরিশ নারী দল। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ঢাকায় চারদিনের প্রস্তুতির সময় পাচ্ছে তারা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৭ নভেম্বর মিরপুরে। আর একই ভেন্যুতে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী দুটি ওয়ানডে ম্যাচ।
এরপর দু’দল চলে যাবে সিলেটে। সেখানে টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে। সিলেটে প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। ৭ ও ৯ ডিসেম্বর বাকি দুটি টি-২০ ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ।