বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

পিএসএল

মাঠের খেলায় ফিরে উচ্ছ্বসিত সাকিব
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২৩ মে, ২০২৫

লম্বা সময় পর আবারও ক্রিকেটের ২২ গজে ফিরেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারত-পাকিস্তান যুদ্ধের পর খেলোয়াড় সংকটের কারণে হঠাৎ করেই সুযোগ পেয়েছেন পাকিস্তান সুপার লিগ ক্রিকেট, পিএসএলে। যদিও প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। দ্বিতীয় ম্যাচেই স্বরুপে ফিরেছেন। সব মিলিয়ে মাঠের ক্রিকেটে ফিরতে পেরে নিজের উচ্ছ্বাস গোপন করেননি বিশ্ব ক্রিকেটের সাবেক এই নাম্বার ওয়ান।

১৮ মে লাহোর কালান্দার্সের হয়ে শুরুতে গোল্ডেন ডাকের পর বল হাতে দুই ওভারে ১৮ রা্ন দিয়ে ছিলেন উইকেটশূন্য। গত রাতে এলিমিনেটর ম্যাচে এক ওভার বোলিং পেলেও চার রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছেন। করাচি কিংসের দেয়া ১৯১ রান আট বল ও চার উইকেট হাতে রেখেই তুলে নেয় লাহোর কালান্দার্স। ফলে সাকিবকে ব্যাটিংয়ে নামতে হয়নি।

মাঠে খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি সাকিবকে। এর মধ্যেও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। গত ছয় মাস ক্রিকেটের বাইরে থাকা সাকিব ব্যক্তিগত জীবনেও চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছেন। বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞা, পরপর দুইবার পরীক্ষায় ব্যর্থতা ও রাজনৈতিক কারণে দেশের বাইরে অবস্থান তাকে ভুগিয়েছে। পাশাপাশি জাতীয় দলে তার ফেরাটাও একপ্রকার অনিশ্চত।

জাতীয় দল না হলেও মাঠের ক্রিকেটে ফিরতে দারুণ উচ্ছ্বসিত সাকিব। পাকিস্তানের জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, ‘যখন আপনি লম্বা সময় পর ক্রিকেটে ফিরবেন, আপনি অবশ্যই উচ্ছ্বসিত থাকবেন। এর পাশাপাশি আপনার শরীর কেমন সাড়া দিচ্ছে সেটাও দেখতে হবে। অনেকদিন পর খেলা কিছুটা ভিন্ন, কিন্তু এটা আমার জন্য ভালো হয়েছে। লাহোর কালান্দার্সের আসন্ন ম্যাচগুলো অবশ্যই আমার জন্য ভালো হবে।’

পিএসএল ধারাবাহিভাবে নিজেদের উন্নতি করছে উল্লেখ করে সাকিব বলেন, ‘আমি এর আগেও পিএসএল খেলেছি এবং এটা সবসময়ই বেশ ভালো ছিল। যতবারই আমি পিএসএল খেলতে এসেছি, প্রত্যেকবারই অভিজ্ঞতা দারুণ ছিল ‘


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর