কাতার জাতীয় দলে বাংলাদেশের নাবিল ইরফান

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নাবিল ইরফান কাতার জাতীয় ফুটবল দলে সুযোগ পেয়েছেন। কাতারের কোচ জুলেন লোপেতেগুই ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য তাকে দলে নিয়েছেন।
কাতারের সর্বোচ্চ লীগে আল ওয়াকরাহ ক্লাবের হয়ে খেলেন নাবিল। ২০১৯ সালে ১৫ বছর বয়সে কাতারের প্রতিনিধিত্ব করেছিলেন নাবিল। অনুর্ধ্ব-১৬ এশিয়া কাপের বাছাইপর্বের দলে অভিষেক হয় তার। সেই আসরে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন নাবিল।
২০২২ সালে কাতারের অনূর্ধ্ব-২৩ দলে ডাক পান। ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে কাতারের জার্সিতে মাঠ মাতান। একই বছর অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলেন।
গত বছর অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে কাতারের জার্সিতে মাঠে নামেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার। মাঠের পরফরম্যান্সে এবার জায়গা করে নিলেন কাতার জাতীয় দলে।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর