হামজাদের অনুশীলনে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী

ফুটবলজ্বরে আক্রান্ত বাংলাদেশের খেলাপ্রেমীরা। সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন অনুষ্ঠেয় ম্যাচকে সামনে রেখে ৯জুন রাতে শেষ মুহুর্তের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের ফুটবলারর। সেই অনুশীলন দেখতে জাতীয় স্টেডিয়াম, ঢাকায় উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটি অর্থাৎ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী।
জাতীয় স্টেডিয়ামে ফুটবলারদের অনুশীলনে তিনি হামজা চৌধুরী ও তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ জাতীয় দলে হামজা চৌধুরীর আগমনের মধ্য দিয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। দেশের সর্বত্র এখন ফুটবল উন্মাদনা। দেশের সব শ্রেণী পেশার মানুষ এখন ফুটবলের খোঁজ-খবর রাখছেন। অনেকে পেশাগত ও ব্যক্তিগত ব্যস্ততার মধ্যেও ছুটে আসছেন বাংলাদেশ দলের অনুশীলন ও মাঠের খেলা দেখতে।
অর্তর্বর্তীকালীন সরকার বিডার চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীকে নিয়োগ দেয়ার মধ্য দিয়ে চমক দেখিয়েছে। ব্যস্ত পেশাগত জীবনের পাশাপাশি আশিক চৌধুরী একজন ক্রীড়াপ্রেমী মানুষ।
হামজাদের অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের আশিক চৌধুরী জানিয়েছেন, ‘খেলায় ভালো ফলাফলের মাধ্যমে ফুটবল আরও উৎকর্ষতা সাধন করবে।’