বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১১ ক্রিকেটার

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দিন দিন বেড়েই চেলেছে বাংলাদেশের ক্রিকেটারদের কদর! এবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার।
যেখানে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজসহ আছেন মোট ১১ জন। মেলবোর্নে বৃহস্পতিবার হবে ছেলে ও মেয়েদের প্রতিযোগিতার বিদেশি ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট। তার আগে ড্রাফটে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ।
যেখানে বিভিন্ন দেশ থেকে ছেলেদের তালিকায় আছেন মোট ৪৪০ জন। বাংলাদেশ থেকে মুস্তাফিজ, রিশাদ, মিরাজ ছাড়াও আছেন শেখ মেহেদি হাসান, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়।
তাদের কারো বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা নেই। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এই প্রতিযোগিতায় খেলেছেন কেবল সাকিব আল হাসান। গত আসরের আগে প্লেয়ার্স ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। কিন্তু নানা কারণে যেতে পারেননি এই লেগ স্পিনার।
টেস্ট খেলুড়ে দেশগুলোর পাশাপাশি আইসিসির সহযোগী দেশ কানাডা, নামিবিয়া, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ডের ক্রিকেটারও আছেন প্লেয়ার্স ড্রাফটে। টুর্নামেন্টের আট দলকে ড্রাফট থেকে অন্তত দুজন করে ক্রিকেটার দলে নিতে হবে। সর্বোচ্চ চার জন করে।