বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

প্রিমিয়ার লিগ ফুটবলে খেলবে না ফকিরেরপুল! বিকল্প ভাবনায় বাফুফে

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ফিফার দলবদল নিষেধাজ্ঞার মুখে পড়ে বিপাকে পড়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। একটি উজবেক ফুটবলারকে চুক্তিভিত্তিক অর্থ না দেওয়ায় ফিফা ক্লাবটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফকিরেরপুলের অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

আজ বাফুফের পেশাদার লিগ কমিটির সভায় এই বিষয়টিই ছিল মূল আলোচ্য। কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি জানান, “১৪ আগস্ট দলবদলের শেষ সময়। ফকিরেরপুলের উপর ফিফার নিষেধাজ্ঞা রয়েছে। তারা নিষেধাজ্ঞা কাটিয়ে নিবন্ধন করবে কিনা এ নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং আনুষ্ঠানিক বৈঠকও করব। প্রয়োজনে আমাদের বিকল্প চিন্তা করতে হবে।”

ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমদ আলী জানান, “উজবেক খেলোয়াড়ের বকেয়া ও জরিমানা মিলিয়ে ২৫ লাখ টাকার মতো বিষয়। আমরা সেটা দ্রুত পরিশোধের চেষ্টা করছি। ইতোমধ্যে নতুন মৌসুমের জন্য কয়েকজন খেলোয়াড়ও নিয়েছি। প্রিমিয়ার লিগ খেলব ইনশআল্লাহ।”

এদিকে গুঞ্জন রয়েছে, ফকিরেরপুল নিষেধাজ্ঞা কাটাতে ব্যর্থ হলে গত মৌসুমে অবনমিত হওয়া ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব প্রিমিয়ার লিগে ফিরতে পারে। বাফুফে আগামী মৌসুমে ১০ দলের লিগ আয়োজনের চিন্তায় আছে।

লিগের ভেন্যু নিয়েও আলোচনা হয়েছে। এবার রাজশাহী ও মানিকগঞ্জে খেলা আয়োজনের প্রস্তাব উঠেছে। “ক্লাবগুলোর মতামতের ভিত্তিতে এটা চূড়ান্ত হবে,” বলেন জাকির হোসেন চৌধুরি।

নতুন মৌসুম শুরু হবে চ্যালেঞ্জ কাপ দিয়ে। ১২ সেপ্টেম্বর মোহামেডান ও বসুন্ধরা কিংস মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও, ৯ সেপ্টেম্বর নেপালে বাংলাদেশ দলের ম্যাচ থাকায় সূচি পেছানোর সম্ভাবনা রয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর