বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ

যেখানে ব্রাজিলকে পেছনে ফেললো আর্জেন্টিনা
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ১০ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ, এমএসএল এখন ফুটবল ভক্তদের আগ্রহের কেন্দ্রে। মূলত বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এই লিগে যোগ দেয়ার পর থেকেই মেজর সকার লিগের জনপ্রিয়তা বেড়েছে বহু গুন। লিওনেল মেসির পথ ধরে নামী নামী খেলোয়াড়রাও এখন এই লিগে নাম লেখাচ্ছেন।

এরই মধ্যে বেশ কয়েকজন নামী তারকা বড় ক্লাব থেকে এসে মেজর সকার লিগের বিভিন্ন ক্লাবে ভিড় করেছেন। মেজর সকার লিগে বর্তমানে ৫১১ জন বিদেশি খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে সব থেকে বেশি বিদেশি খেলোয়াড় কানাডিয়ান। কানাডার ৪৬ জন খেলোয়াড়র রয়েছেন এই লিগ। যা মোট বিদেশি খেলোয়াড়ের ৯ ভাগ।

বিদেশি খেলোয়াড়ের সংখ্যার দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ী দলটির ৩৪ জন খেলোয়াড় রয়েছেন মেজর সকার লিগে। তাদের মধ্যে সবার উপরে রয়েছে মেসির নাম। তারপরেই দি পল। উভয়ে ইন্টার মায়ামিতে খেলছেন। এ মুহুর্তে মেজর সকার লিগে সব চেয়ে দামী খেলোয়াড়টির নাম দি পল। ২ কোটি ৫০ লাখ ইউরোতে তিনি ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন। আতলেতিকো মাদ্রিদ থেকে তিনি মায়ামিতে এসেছেন। এ দুই তারকা ছাড়াও মায়ামিতে আরও ১০ আর্জেন্টাইন ফুটবলার রয়েছেন।

বিদেশি খেলোয়াড় সংখ্যায় আর্জেন্টিনার পরের স্থান ব্রাজিলের। এ দেশটির ৩১ খেলোয়াড় রয়েছেন মেজর সকার লিগে।

আর্জেন্টিনা ও ব্রাজিলের পর মেজর সকার লিগে বিদেশি খেলোয়াড় রয়েছেন কলাম্বিয়া (২৮), জার্মানি (১৯), ইংল্যান্ড (১৭), মেক্সিকো (১৫), স্পেন (১৫), ঘানা (১৫) ও জ্যামাইকা (১৩)।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর