শচীন পুত্রের বাগদান, পাত্রী মুম্বাইয়ের ব্যবসায়ী পরিবারের

কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার জীবনের নতুন ইনিংস শুরু করলেন। বুধবার মুম্বাইয়ের খ্যাতনামা ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সঙ্গে বাগদান সম্পন্ন করেন ২৫ বছর বয়সী এই পেস অলরাউন্ডার। পারিবারিক এই আয়োজনে দুই পক্ষের ঘনিষ্ঠজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মুম্বাইয়ের ঘাই পরিবার ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ ও হোটেল শিল্পে সুপরিচিত। তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক। সেই পরিবারের সদস্য হতে যাচ্ছেন শচীনপুত্র অর্জুন।
বাবার পথ অনুসরণ করে ক্রিকেটকে পেশা হিসেবে নিয়েছেন অর্জুন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন তিনি, আর ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন গোয়ার হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭টি ও লিস্ট ‘এ’ ফরম্যাটে ১৮টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
অন্যদিকে, সানিয়া চান্দোক পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব একাধিক প্রতিষ্ঠানও পরিচালনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি খুব একটা সক্রিয় নন এবং আড়ম্বরপূর্ণ জীবনযাপন এড়িয়ে চলতে পছন্দ করেন। বেশ কিছুদিনের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে এই বাগদানের সিদ্ধান্ত হয়।