ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশিপকানাডা গেলো বাংলাদেশ যুব আরচ্যারী দল

২০২৫ সালের ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুক্রবার রাতে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে চার সদস্যের বাংলাদেশ যুব আরচ্যারী দল।
আগামী ১৭ হতে ২৪ আগস্ট পর্যন্ত দেশটির উইনিপেগ শহরে ২০২৫ সালের ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল শুধু রিকার্ভ বিভাগে অংশ নেবে।
কানাডার স্থানীয় সময় অনুযায়ী ১৯ আগস্ট ২০২৫ দুপুর ২ টায় ‘কোয়ালিফিকেশন রাউন্ডের’ খেলা শুরু হবে।
চার সদস্যের বাংলাদেশ দল:
দলে একজন প্রশিক্ষক এবং তিনজন রিকার্ভ পুরুষ আরচ্যার আছেন।
১) মিঃ মার্টিন ফ্রেডরিক- প্রশিক্ষক।
২) আব্দুর রহমান আলিফ- রিকার্ভ পুরুষ আরচ্যার।
৩) মোঃ রাকিব মিয়া- রিকার্ভ পুরুষ আরচ্যার।
৪) মোঃ সাগর ইসলাম- রিকার্ভ পুরুষ আরচ্যার।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর