ছয় গোলের থ্রিলারে জয় দিয়ে মৌসুম শুরু লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় দিয়ে মৌসুম শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। বাংলাদেশ সময় শুক্রবার রাত একটায় শুরু হওয়া ম্যাচে অলরেডরা ৪-২ গোলে সফরকারী বোর্নমাউথকে হারিয়েছে। কিন্তু ম্যাচে তাদের রক্ষণের দুর্বলতা প্রকাশ পেয়েছে দৃষ্টিকটুভাবে। ফলে জয় দিয়ে মৌসুম শুরু করলেও লিভারপুল ম্যানেজমেন্টকে যথেষ্ট দুশ্চিন্তায় ফেলেছে।
৩৭ মিনিটে করা ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকের স্কোরে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিক লিভারপুল। বিরতির পর পরই ব্যবধান বাড়ান (৪৯মিনিট) ডাচ উইঙ্গার কডি গ্যাকপো। কিন্তু ১২ মিনিটের ব্যবধানে অর্থাৎ ম্যাচের ৬৪ ও ৭৬তম মিনিটে জোড়া গোল করে বোর্নমাউথকে সমতায় ফেরান ঘানার ফরোয়ার্ড অ্যান্টোইন সেমেনিও।
দুই গোলে এগিয়ে থাকা লিভারপুল রক্ষণের দুর্বলতায় জোড়া গোল খেয়ে যখন হতাশায় পুড়ছে, মৌসুম শুরুর ম্যাচে পয়েন্ট হারানোর শংকায়। এই অবস্থায় ম্যাচের ৮৮তম মিনিটে ইতালিয়ান উইঙ্গার ফেদিরিকো চিয়েসার গোলে ৩-২ গোলে এগিয়ে যায় স্বাগতিক লিভারপুল। পরে ইনজুরি সময়ে (৯৪তম মিনিটে) জয়ের ব্যবধান বাড়ান মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ।