নতুন কুঁড়ি স্পোর্টসের দুই নতুন মুখ সুনামগঞ্জের মোজাম্মেল ও ইয়াসিন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের দুই ক্ষুদে ফুটবলার- ছয় বছরের মোজাম্মেল আর তেরো বছরের ইয়াসিন। তাদের ফুটবলের অসাধারণ নৈপুণ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এই দুই ফুটবলারকে এবার নিজেদের “রাডারে” যুক্ত করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাফ ফুটবলজয়ী গোলরক্ষক আমিনুল হক।
১৬ আগস্ট বুধবার ঢাকা থেকে দেশের প্রত্যন্ত এই অঞ্চলটিতে ছুটে যান আমিনুল হক। এই দুই ফুটবলারের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেয়ার পাশাপাশি খেলাধুলা ও পড়াশোনার দায়ীত্ব নেয়ার ঘোষণা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল।
শুধু তাই নয় এই দুই ফুটবলারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘‘ভাইরাল টিম’’ এর সব খেলোয়াড়ের হাতেই ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়।
মোজাম্মেল খেলছেন গোলরক্ষক হিসেবে, স্বপ্ন দেখেন জার্মান গোলরক্ষক মানুয়েল নয়্যার হওয়ার। স্কুলের প্রথম শ্রেণির ছোট্ট এই বালক গোলপোস্টে যেনো প্রাচীরের মতো অপ্রতিরোধ্য। আরও রয়েছে তার দৃষ্টিনন্দন উদযাপন, বেশ চঞ্চলতার সাথে অভিনব কৌশলেই উদযাপন করেন এই মোজাম্মেল।
ইয়াসিনের স্বপ্ন মেসি বা নেইমারের মতো স্ট্রাইকার হবার। গ্রামীণ মাঠে, খালি পায়ে বলের ছোঁয়ায় যেন নতুন মেসির আগমন দেখে মুগ্ধ দেশজুড়ে হাজারো মানুষ। কথায় আছে, প্রতিভা কখনো লুকায়িত থাকে না। ক্ষুদে এই দুই জাদুকরের প্রতিভাও লুকিয়ে ছিলো না দেশবাসীর চোখ থেকে, চোখ এড়ায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। তার নির্দেশেই বৃহস্পতিবার সেই গ্রামে ছুটে যান জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
নিজ চোখে দেখলেন এই দুই ক্ষুদে ফুটবলারের খেলা, অংশ নিলেন তাদের সঙ্গে মাঠে। আর সেখানেই ঘোষণা দিলেন—এই দুই প্রতিভাবান ফুটবলারের সম্পূর্ণ দায়িত্ব এখন তারেক রহমান ও বিএনপির।
ঢাকা থেকে নিয়ে যাওয়া ফুটবল, জার্সি, বুটসহ যাবতীয় ক্রীড়া সরঞ্জাম তুলে দিয়ে আমিনুল জানান, তাদের পড়াশোনা, প্রশিক্ষণ ও জীবনযাত্রার সব ব্যয় বিএনপি বহন করবে। আমিনুল আরও বলেন, ‘ বলেন, ‘৫ আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর গত দেড় বছরে বিএনপি সারা দেশে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে জিয়া ফুটবল টুর্নামেন্ট, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করার কাজ অব্যাহত রয়েছে।’
এর আগেও চাঁদপুরের সোহান, নারায়ণগঞ্জের দাবাড়ু সিদরাতুল, কিশোরগঞ্জের জিসান, উত্তরার বেলুন বিক্রেতা রিয়াদের পাশে দাড়িয়েছে বিএনপি। এবার সেই তালিকায় যুক্ত হলো মোজাম্মেল ও ইয়াসিনের নাম। ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান কিশোরকে তুলে আনতে বিএনপি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে কর্মসূচি চালুর পরিকল্পনাও করছে।






