বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

বিওএ

সাত সদস্যের নতুন এ্যাথলেট কমিশন; চেয়ারম্যান লিটি
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

দ্বিতীয় দফায় সাত সদস্যের এ্যাথলেট কমিশন গঠন করলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এই কমিটি আগামী চার বছর খেলার মাঠে এবং মাঠের বাইরে এ্যাথলেটদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি দেখভাল করবে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সুপারিশ অনুযায়ী বিশ্বের প্রায় প্রতিটি দেশের জাতীয় অলিম্পিক কমিটিতে এ্যাথলেট কমিশন রয়েছে। ২০১৯ সালে প্রথমবারের মতো ০৪ (চার) বছরের জন্য বিওএ এ্যাথলেট কমিশন গঠন করে।

সম্প্রতি সেই কমিটির মেয়াদ শেষ হওয়ায় দ্বিতীয় বারের মতো এ্যাথলেট কমিশন গঠন করলো বিওএ। এতে জায়গা করে নিয়েছেন খ্যাতিমান সাবেক দুই খেলোয়াড়ের পাশাপাশি বর্তমানে আলোচিত পাঁচজন ক্রীড়াবিদ।

২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে নবগঠিত বিওএ এ্যাথলেট কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিওএ’র মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা উপস্থিত ছিলেন।

বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এ্যাথলেট কমিশনের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

সর্বসম্মতিক্রমে ফারহাদ জেসমিন লিটি কে এ্যাথলেট কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

সাত সদস্যের এ্যাথলেট কমিশন:
১. ফারহাদ জেসমিন লিটি, সাবেক জাতীয় এ্যাথলেট।

২. মাহফুজা খাতুন শিলা, সাবেক জাতীয় সাঁতারু।

৩. জনাব মোঃ সিদ্দিকুর রহমান, জাতীয় গলফার।
৪. জনাব শাকিল আহমেদ, জাতীয় শ্যূটার।
৫. জনাব সুর কৃষ্ণ চাকমা, জাতীয় বক্সার।
৬. মাবিয়া আক্তার, জাতীয় ভারোত্তোলক।
৭. দিয়া সিদ্দিকী, জাতীয় আরচ্যার।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর