৩০ দল নিয়ে শুরু হয়েছে জাতীয় সেপাক টাকরো
৩০ জেলার অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে জাতীয় পুরুষ ও নারী সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ।
শুক্রবার পল্টনের আউটার স্টেডিয়ামে শুরু হওয়া টুর্নামেন্টে ছেলেদের ২০টি ও মেয়েদের ১০টি জেলা অংশ নিচ্ছে। ছেলেদের বিভাগে ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল অংশ নিচ্ছে।
অন্যদিকে, মেয়েদের দশ দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে খেলবে পাঁচটি করে দল।
এর আগে দু’দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম।
এ সময় সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলী আহম্মেদ রাসেল, সাধারণ সম্পাদক ফারুক ঢালী, কোষাধ্যক্ষ জামাল হোসেন, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অ্যান্ড বিজনেস ইউনিটের প্রধান জাহিন সাজিদুল ইসলাম ও সিডি অপারেশন্স অ্যান্ড এক্সেলেন্স ডিরেক্টর তাফিজুল ইসলাম পিয়াল উপস্থিত ছিলেন।
পুরুষ দল: চট্টগ্রাম জেলা, রাজশাহী জেলা, কিশোরগঞ্জ জেলা, শেরপুর জেলা, পঞ্চগড় জেলা, সাতক্ষীরা জেলা, মুন্সিগঞ্জ জেলা, ফরিদপুর জেলা, পাবনা জেলা, মানিকগঞ্জ জেলা, নাটোর জেলা, ঢাকা জেলা, চুয়াডাঙ্গা জেলা, নারায়ণগঞ্জ জেলা, নড়াইল জেলা, সুনামগঞ্জ জেলা, নোয়াখালী জেলা, গোপালগঞ্জ জেলা, জয়পুরহাট জেলা ও নিলফামারী জেলা।
মহিলা দলঃ রাঙামাটি জেলা, বরিশাল জেলা, জয়পুরহাট জেলা, নারায়নগঞ্জ জেলা, চুয়াডাঙ্গা জেলা, নিলফামারী জেলা, চট্টগ্রাম জেলা , ঢাকা জেলা, ফরিদপুর জেলা ও রাজশাহী জেলা।
কোয়াড পুরুষ, কোয়াড মহিলা এবং মিক্সড কোয়াড ইভেণ্টে প্রতিযোগিতা চলবে।






