রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

কাভা কাপ ভলিবল: শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ বাংলাদেশ

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচের একটি মুহুর্ত 
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচের একটি মুহুর্ত।

কাভা কাপ ভলিবল

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি ৩-০ সেটে বাংলাদেশকে পরাজিত করে টুর্নামেন্টের তৃতীয় স্থান অধিকার করেছে। এবারের আসরে এই প্রথম বাংলাদেশ কোনো ম্যাচে ৩-০ সেটে হারলো।

তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচের একটি মুহুর্ত 

শ্রীলঙ্কা প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারায়। দ্বিতীয় সেটে দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। এই সেটে শ্রীলঙ্কা ২৫-২৩ পয়েন্টে জয়লাভ করে ২-০ সেটে এগিয়ে যায়। এরপর তৃতীয় সেটে শ্রীলঙ্কা ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে ৩-০ সেটে ম্যাচ জিতে নেয়।

এর ফলে টুর্নামেন্টে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এর আগে ২৪ অক্টোবর রাউন্ড রবিন লীগের খেলায় এই দুই দলের সাক্ষাতে বাংলাদেশ ৩-২ সেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।

এদিকে আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। অপরদিকে, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে নেপাল ৩-১ সেটে মালদ্বীপকে পরাজিত করে পঞ্চম স্থান অধিকার করেছে। মালদ্বীপ ষষ্ঠ স্থানে টুর্নামেন্ট শেষ করে।

এই ম্যাচের প্রথম সেটে নেপাল ২৯-২৭ পয়েন্টে জয় পায়। এরপর দ্বিতীয় সেটেও তারা ২৫-২০ পয়েন্টে জেতে। তৃতীয় সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, যেখানে মালদ্বীপ ৩৭-৩৫ পয়েন্টে নেপালকে হারিয়ে এবারের টুর্নামেন্টে প্রথম সেট জেতে। কিন্তু চতুর্থ সেটে নেপাল আবার ঘুরে দাঁড়ায় এবং ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর