২৯ অক্টোবর বাংলাদেশে জুনিয়র অ্যাম্পিউটি ফুটবলের যাত্রা শুরু
বাংলাদেশে প্রথমবারের মতো জুনিয়র অ্যাম্পিউটি ফুটবল প্রোগ্রাম উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৯ অক্টোবর ২০২৫ রোজ বুধবার।
এ উপলক্ষে সোমবার বিকালে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ।
বক্তারা জানান, বাংলাদেশে প্রতিবন্ধী তরুণরা ফুটবলের মাধ্যমে খুঁজে পাচ্ছে নতুন আশার আলো। দেশে অনেক মানুষ প্রতিদিন অঙ্গহানি, জন্মগত সমস্যা বা দূর্ঘটনাজনিত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করেন। তাদের জন্য খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যমই নয় – বরং তাদের আত্মবিশ্বাস, পূনর্বাসন ও সামাজিক অনতর্ভুক্তির এক শক্তিশালী হাতিয়ার। সে বিষয়গুলো বিশেষ গুরুর্ত্ব বিবেচনা করে কাজ করে যাচ্ছে স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্স (শি) এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। তাদের যৌথভাবে জুনিয়র অ্যাম্পিউটি ফুটবল প্রোগ্রাম উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৯।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্স (শি) এর সভাপতি শারমিন ফারহানা সভাপতি, সহ-সভাপতি মাহবুবা পান্না, আন্তর্জাতিক রেড ক্রস কমিট’র ম্যানেজার সুভাষ সিনহা, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশ এর মহাসচিব ড. মারুফ আহমেদ, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশন এর কোষাধ্যক্ষ আসিফুল হাসান মাসুদ, স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্স এর হেড অব স্পোর্টস ফর ডেভলপমেন্ট পাপ্পু লাল মদক।
বক্তারা জানান, গত ২৫ অক্টোবর থেকে পাচঁ দিনব্যাপী এই প্রশিক্ষন ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৯ অক্টোবর বুধবার জাতীয় সংসদ ভবনস্থ আসাদ গেট সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে সমাপনী দিনে বাছাইয়র সেরা ছেলে ও মেয়েদের নিয়ে গঠিত দু’টি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে ১২ থেকে ১৮ বয়সের তরুণ- তরুণিরা এবং ২৪ বছরের নিচে চার জন সহ মোট ২৮ জন খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছে।






