১৮ জেলা দল নিয়ে শুরু হচ্ছে নারী হকি টুর্নামেন্ট
প্রতিভা অন্বেষণ হকি
দেশের চারটি ভেন্যুতে ১৮ জেলা দল নিয়ে শুরু হচ্ছে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ২০২৫। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতেই এই টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ হকি ফেডারেশন।
টুর্নামেন্ট উপলক্ষ্যে মওলানা ভাসানি হকি স্টেডিয়ামের সভাকক্ষে আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. ক, রিয়াজুল হাসান (অবঃ), ব্র্যাক ব্যাংকের যোগাযোগ বিভাগের প্রধান ইকরাম কবীর ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো: বদরুল ইসলাম দিপু।
২ নভেম্বর সবার আগে রাজশাহী ভেনুর খেলা শুরু হবে। এই গ্রুপে খেলবে পাঁচটি দল। যেখানে অংশ নিচ্ছে স্বাগতিক রাজশাহী, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাও এবং রংপুর জেলা।
৩ নভেম্বর থেকে শুরু হবে ময়মনসিংহ জোনের খেলা। এখানেও খেলবে পাঁচ দল। স্বাগতিক ময়মনসিংহ ছাড়াও এই গ্রুপে খেলবে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা ও নেত্রকোনা জেলা।
৮ ডিসেম্বর শুরু হবে যশোর জোনের খেলা। চার দল নিয়ে যশোর জোনের অন্য তিন দলগুলো নড়াইল, ঝিনাইদহ ও পটুয়াখালী জেলা।
১০ ডিসেম্বর শুরু হবে চার নাম্বারে থাকা কুমিলা জোনের খেলা। স্বাগতিক কুমিল্লাসহ জোনের অন্য তিন দল হচ্ছে চট্টগ্রাম. কক্সবাজার ও সিলেট জেলা।
গ্রুপে থাকা দলগুলো রাউন্ড রবিন পদ্ধতিতে একবার করে একে অন্যের মুখোমুখি হবে। পরে সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
জোনের খেলা শেষে প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে জোনাল টিম গঠন করা হবে। ডিসেম্বর ১৭ তারিখ চূড়ান্তপর্বের খেলা শুরু হবে। যেখানে জোনাল চ্যাম্পিয়ন ও বিকেএসপিকে নিয়ে হবে সিঙ্গেল লিগের খেলা। পরে সর্বোচ্চ দুই দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে।






