নারী বেসবলের ফাইনালে আনসার ও পুলিশ
ধানমণ্ডি রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে চলমান ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ।
প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপি জয়পুরহাট বেসবল ক্লাবকে ১৫-০০ রানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ নারী দল একই ব্যবধানে অর্থাৎ ১৫-০০ রানে ঢাকা জেলা বেসবল দলকে পরাজিত করে।

৬ষ্ঠ জাতীয় নারী বেসবল খেলার একটি মুহুর্ত
এর আগে, প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ আনসার নারী দল সাভার কমিউনিটি ক্লাবকে ২০-০০ রানে পরাজিত করে সেমিফাইনালে স্থান নিশ্চিত করে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়পুরহাট বেসবল ক্লাব চট্টগ্রাম বেসবল ক্লাবকে ১৫-০০ রানে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়।
আগামীকাল শনিবার, ১ নভেম্বর দুপুর ১২টায় জয়পুরহাট বেসবল ক্লাব ও ঢাকা জেলা বেসবল দলের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে।
এছাড়া একইদিন বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হবে গত পাঁচবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিগত জাতীয় প্রতিযোগিতার রানার্সআপ বাংলাদেশ পুলিশ নারী বেসবল দল।

কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আজকের সেমিফাইনাল খেলাগুলোতে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য জনাব শরিফ উদ্দিন ও ঢাকা কলেজের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আনোয়ার মাহমুদ এবং বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের (বিবিএসএ) সভাপতি আফজালুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ, জাতীয় দলের কোচ হিরোকি ওয়াতানাবে।
আগামীকাল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুন নাসের খান।







