রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

ঢাকায় ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ আসছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
ঢাকায় আসছে ব্রাজিলীয় লিজেন্ড কাফু
আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিঃ এর সংবাদ সম্মেলন

ঢাকায় ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ

আগামী ৫ থেকে ১১ ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল উৎসব “লাতিন বাংলা সুপার কাপ ২০২৫”। যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা ও ব্রাজিল। টুর্নামেন্টে আর্জেন্টিনা ও ব্রাজিলছাড়াও বাংলাদেশের একটি দল অংশ নেবে।

প্রতিযোগিতার বিস্তারিত জানাতে, শুক্রবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে “এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো: আসাদুজ্জামান।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন, এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের প্রমোটার মেহেদী হাসান বাঁধন, এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের মিডিয়া এন্ড কমিউনিকেশনস প্রধান আতিকুল ইসলাম শাকিল। সিকিউরিটি এন্ড প্রটোকল উপদেষ্টা পুলিশের সাবেক ডিআইজি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন ব্রাজিলের কিংবদন্তি ও বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তরুণ খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবেন। এছাড়া আর্জেন্টিনা দলের সঙ্গে থাকবেন তাদের সাবেক এক তারকা ফুটবলার, যিনি টুর্নামেন্টে দলের এম্বাসেডর হিসেবে অংশ নেবেন।

আয়োজকদের ভাষায়, এই আয়োজনের মূল লক্ষ্য হলো “Where the Magic Happens”—লাতিন আমেরিকার ফুটবল ঐতিহ্য ও বাংলাদেশের ফুটবল উন্মাদনাকে একত্রে উদযাপন করা।

বাংলাদেশের পক্ষে খেলবে বাংলাদেশ হাই পারফরম্যান্স টিম, যারা দেশের সেরা তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত। অপরদিকে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবে তাদের ক্লাব পর্যায়ের দল। পুরো ইভেন্টজুড়ে থাকবে ফ্যান জোন, লাইভ মিউজিক পারফরম্যান্স, মার্চেন্ডাইজ কর্নারসহ আন্তর্জাতিক মানের নানা আয়োজন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর