বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

বিজয় দিবস ওয়াটারপোলো

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় “মহান বিজয় দিবস ওয়াটারপোলো প্রদর্শনী খেলা-২০২৩” ২৭ ডিসেম্বর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ ওয়াটার পোলো দলের সমন্বয়ে লাল ও সাদা দল গঠনপূর্বক ওয়াটারপোলো প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সবুজ দল লাল দলকে ৭-৪ গোলে হারায়। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়কে ব্যক্তিগত ও দলভাবে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যাপ্টেন মোহাম্মদ গোলাম কিবরিয়া (ট্যাজ), পিএসসি, বিএন, সহ-সভাপতি, নৌবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড, বানৌজা হাজী মহসিন, ঢাকা সেনানিবাস, ঢাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব এম বি সাইফ। এছাড়াও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ এর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর