বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাবিজয় দিবস ব্যাডমিন্টন ও বাস্কেটবল

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিজয় দিবস উপলক্ষ্যে স্থানীয় পর্যায়ে ব্যাডমিন্টন ও বাস্কেটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থায় ব্যাডমিন্টনে জুনিয়র গ্রুপের একক এবং সিনিয়র গ্রুপের একক ও দ্বৈত প্রতিযোগিতায় মোট ৪৫ জন এবং বাস্কেটবল প্রতিযোগিতায় মোট চার গ্রুপে ২৮জন খেলোয়াড় অংশ নেয়।
বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে ‘ডি গ্রুপ’। রানার আপ হয়েছে ‘এ গ্রুপ’। ব্যডমিন্টনের জুনিয়র গ্রুপের এককে হুমাইরা সাদিয়া সিমি চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছে রিফা তাসফিয়া। সিনিয়র গ্রুপের এককে রিফা তাসফিয়া চ্যাম্পিয়ন ও ডমিনিক রানার আপ হয়েছে। জুনিয়র গ্রুপের দ্বৈতে হুমাইরা সাদিয়া সিমি ও রিফা চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র দ্বৈতে তাজরিয়ান এনাজ ও ফাইজা বিনতে মাসুদ রানার আপ হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদ এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ শামসুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী আনজুমান আরা আকসির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী।