শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

জাতীয় জুনিয়র দাবা (অ-২০)

ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন সাকলাইন মেয়েদের ওয়াদিফা
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

ওপেন বিভাগে ১২০ জন খেলোয়াড় ও বালিকা বিভাগে ৩৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

উভয় বিভাগের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল ৪১ তম জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবায় ছেলে ও মেয়ে বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ। উভয় খেলোয়াড়ই শিরোপা জয়ের পথে ৯ ম্যাচে সাড়ে আট পয়েন্ট করে অর্জন করেন।

ছেলেদের বিভাগে আট পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় অপরাজিত রানার-আপ হয়েছেন। সাত পয়েন্ট করে নিয়ে বালিকা বিভাগে বাংলাদেশ  নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু রানার-আপ এবং মানিকগঞ্জের ও বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম তৃতীয় স্থান লাভ করেন।

ওপেন বিভাগে সাত পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম চতুর্থ এবং সিরাজগঞ্জের ফিদে মাস্টার নাইম হক পঞ্চম হন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে মোহাম্মদ শফিকুল ইসলাম ষষ্ঠ, চাঁদপুরের সাদাত কিবরিয়া অয়ন সপ্তম, আয়ান রহমান অষ্টম, চট্টগ্রামের নাজমুল হায়াত নবম ও আজরাফ আনান দশম হন।

বালিকা বিভাগে কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো চতুর্থ হন। ছয় পয়েন্ট করে নিয়ে বরিশালের জান্নাতুল প্রীতি পঞ্চম, কুমিল্লার ইশরাত জাহান নিশি ষষ্ঠ, নীলাভা চৌধুরী সপ্তম, কুমিল্লার অহনা দে অষ্টম স্থান লাভ করেন।

সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে চট্টগ্রামের সানোয়ারা আক্তার নবম ও সালিহা বিনতি হাফিজ দশম হন। নবম বা শেষ রাউন্ডের খেলা আজ (রোববার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।

নবম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আয়ান রহমানকে, ফিদে মাস্টার নাইম হক আফনান জারিফ হককে ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হককে পরাজিত করেন।

ফিদে মাস্টার মনন রেজা নীড় স্বর্নাভো চৌধুরীর সাথে ও মোহাম্মদ শফিকুল ইসলাম সাদাত কিবরিয়া অয়নের সাথে ড্র করেন।

বালিকা বিভাগের নবম রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ জান্নাতুল প্রীতির সাথে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু অহনা দে-র সাথে ড্র করেন।

মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম খন্দকার অনকিা মাওলাকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো আরিবা আদরিতাকে, ইশরাত জাহান নিশি প্রথমা জামানকে, নীলাভা চৌধুরী জারিন তাসনিমকে, সানোয়ার আক্তার নাজিয়া জাফরিন মোহনাকে ও সালিহা বিনতি হাফিজ আয়েশা আক্তারকে পরাজিত করেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর