বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

বিওএ

ব্রোঞ্জজয়ী নারী ও পুরুষ ক্রিকেটারদের হাতে সেনাপ্রধানের অর্থ পুরস্কার
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসের পুরুষ ও নারীদের ক্রিকেটে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়দের আর্থিক পুরস্কার দিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, বিওএ এর সভাপতি  ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে বেলা পৌনে ১১ টার দিকে খেলোয়াড়দের হাতে সেনাপ্রধান পুরস্কারের চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, পিইঞ্জি,পিএইচডি (অব.), সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ও বিওএ’র সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

চীনের হ্যাংজুতে  গত ২৩ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়ে এশিয়ান গেমসের ১৯তম আসর।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর