জিম্বাবুয়ে দলের শ্রীলঙ্কা সফরদুই দলই নতুন শুরুর অপেক্ষায়

- বাংলাদেশ সময় শনিবার বিকাল তিনটায় শুরু হবে দুই দলের প্রথম ওয়ানডে। ম্যাচ ভেন্যু কলম্বার
- ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে জিম্বাবুয়ে দলের শ্রীলঙ্কা সফর।
- সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে
- ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই দিবা-রাত্রির।
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম। দুই দলের পুরো সিরিজ হবে এই স্টেডিয়ামে। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে দল। দুই দলের জন্যই এই সিরিজটি নতুন করে শুরু করার। সাম্প্রতিক সময়টা উভয় দলই ভুলে যেতে চাইবে।
ভারতের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে (৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর) ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলে নবমস্থানে ছিলো শ্রীলঙ্কা। ফলে ২০২৫ সালে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে পারেনি লঙ্কানরা।
জিম্বাবুয়ের অবস্থা তারচেয়েও খারাপ। নিজেদের মাটিতে অনুষ্ঠিত বাছাইপর্ব উৎরে যেতে পারেনি তারা। ফলে জায়গা হয়নি ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরে। এমনকি আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলে যৌথভাবে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতাও হারিয়েছে জিম্বাবুয়ে।
ফলে ৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের মধ্যে উভয় দলই সমর্থকদের মধ্যে নিজেদের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে চাইবে।
উভয় সিরিজেই শক্তির বিচারে শ্রীলঙ্কা কিছুটা হলেও এগিয়ে থাকবে। এই সিরিজের মধ্য দিয়ে যাত্রা হতে যাচ্ছে দুইজন নতুন অধিনায়কের। ওয়ানডেতে দলটার নেতৃত্ব দিবেন কুশল মেন্ডিস। আর টি-টোয়েন্টিতে দলের দায়ীত্ব সামলাবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।