ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবাগ্র্যান্ড মাস্টার জিয়াকে টপকে চ্যাম্পিয়ন ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। রানার-আপ হয়েছেন বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। জিয়াউর রহমানের ছেলে ও আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয় হয়েছেন।
৯ ম্যাচে ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন ও গ্র্যান্ড মাস্টার জিয়ার পয়েন্ট সমান সাড়ে সাত পয়েন্ট হওয়ার টাইব্রেকের আয়োজন করা হয়। সেখানে বুশলজ কাট ওয়ান পদ্ধতিতে ৪৮.৫ স্কোর পেয়ে ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ চ্যাম্পিয়ন ও ৪৬.৫ স্কোর নিয়ে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান রানার-আপ হন।
সাত পয়েন্ট করে পেয়েছিলেন ৬ জন। টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় চতুর্থ, সাইফ স্পোটির্ং ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন ষষ্ঠ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ সপ্তম ও বাংলাদেশ পুলিশের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ অষ্টম স্থান লাভ করেন।
সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন নবম, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান দশম, শেখ রাসেল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবজিদ রহমান একাদশ, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা দ্বাদশ ও আহনাফ রশিদ চৌধুরী ত্রয়োদশ হন।
ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে তিতাস ক্লাবের অনত চৌধুরী চতুর্দশ এবং জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক পঞ্চদশ স্থান লাভ করেন।
রেটিং ক্যাটাগরির বিশেষ পুরস্কার লাভ করেন যথাক্রমে চট্টগ্রামের মোঃ রাব্বি সেলিম, মানহা’স ক্যাসেলের ফিদে মাস্টার সোহেল চৌধুরী, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, কাজী মোঃ মাহবুব আফজাল, মোঃ আনোয়ার হোসেন দুলাল ও আরাবি জাবায়ের মাহমুদ।
বিশেষ মহিলা পুরস্কার পান নুশরাত জাহান লিজা, সেরা ক্যাডেট মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, সেরা ইয়ুথ স্বর্নাভো চৌধুরী এবং ৫০ উর্ব্ধ পুরস্কার পান তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোঃ সায়েফ উদ্দীন।
আজ (শুক্রবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে নবম বা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
শেষ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ফিদে মাস্টার মনন রেজা নীড়কে, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে পরাজিত করেন।
অন্য ম্যাচে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেনকে, ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন অনতা চৌধুরীকে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ সুজনকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীনকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবজিদ রহমান মোহাম্মদ শফিকুল ইসলামকে, আহনাফ রশিদ চৌধুরী ফিরোজ আহমেদকে, স্বর্নাভো চৌধুরী মোঃ মনিরুজ্জামান মাসুদকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী বেলাল হোসেনকে, মোঃ রাব্বি সেলিম মোঃ ফয়সাল ইউসুফকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক শিবু পোদ্দরকে, নুশরাত জাহান লিজা মোঃ সবুজুর রহমানকে, শেখ রাশেদুল হাসান মোঃ রবিউল হোসানকে এবং আরাবি জাবায়ের মাহমুদ দেওয়ান শহিদুল আমিনকে পরাজিত করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএসি এর সিনিয়র এক্সিকিউকিভ ডিরেক্টর এফ এম, ইকবাল বিন আনোয়ার (ডন)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।