শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

২৭ জানুয়ারি শুরু হচ্ছে ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

ছয় জেলা দল নিয়ে আগামী ২৭ জানুয়ারি শুরু হচ্ছে ‘‘ওয়ালটন অনুর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’’। এ উপলক্ষ্যে আজ দুপুরে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি মো: হাসান উল্লাহ খান রানা, সহকারী সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান, প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ সভাপতি মো: নূরুল ইসলাম, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সম্পাদক মো: সেলিম মিয়া বাবু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময়ে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং জ্যেষ্ঠ উপ-নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ রবিউল ইসলাম মিল্টন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জানানো হয় যে, ‘‘ওয়ালটন অনুর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’’ এর কার্যক্রম পরিচালনার জন্য ৬,৪০,০০০/-( ছয় লক্ষ চল্লিশ হাজার ছয়শত) টাকার বাজেট ধার্য করা হয়েছে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি হতে ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হবে।

এবারের আসরে অংশ নেয়া ছয়দল:

১. ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।

২. বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।

৩. চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা,

৪. চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা,

৫. পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা,

৬. কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর