বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

আট দল নিয়ে ঢাকায় বিজয় দিবস ভলিবল

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

আট দল নিয়ে ঢাকায় শুরু হয়েছে ‘মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা’। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায়  ২৭ জানুয়ারি পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তরের যুগ্ম সচিব আ.ন.ম তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি তাবিউর রহমান পালোয়ান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ নৌ ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ড এর সচিব লেঃ কমান্ডার এম সাইফুল ইসলাম (পিএনআরটি), বিএন, ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, কোষাধ্যক্ষ অসীম সাহা,

প্রতিযোগিতাটি আগামী ৩১ জানুয়ারী ২০২৪ ইং তারিখ পর্যন্ত চলবে।

প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো হলো নৌবাহিনী, বি.কে.এস.পি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ জেল, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর